• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সাক্ষ্য গ্রহণ হয়নি, পরবর্তী তারিখ ১ মার্চ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৭

স্টাফ রিপোর্টার
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার  বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ মার্চ তারিখ ধার্য করেছেন বিচারক। এনিয়ে টানা চার দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে জানান,  বুধবার মামলার ধার্য তারিখে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র  গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির থাকলেও সাক্ষী ও ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিদের কেউই হাজির হননি। ফলে আদালত মামলার পরবর্তী তারিখ ১ মার্চ নির্ধারণ করেন।
এর আগে গত ১৭, ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারী একই কারণে সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছিল। আলোচিত এ মামলায় এখনও পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।